Lok Sabha Election: অনুমতি না পাওয়ায় পাশের পাড়া কালীঘাট রোড ও বলরাম বসু ঘাট রোডে প্রচার করেন সায়রা

Continues below advertisement

ABP Ananda LIVE: কালীঘাটে(Kalighat) মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)পাড়ায় দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে প্রচারে বাধা পুলিশের। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সব্যসাচী চট্টোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায়রা(Minakshi Mukherjee)। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাঁদের। সিপিএমের অভিযোগ, প্যামফ্লেট বিলিতে বাধা দিচ্ছে পুলিশ। (Kolkata CPM Rally)হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে যে ব্যারিকেড থাকে, রবিবার সকালে সেখানে পৌঁছন সিপিএম-এর নেতা-কর্মীরা। কলকাতা দক্ষিণের দলীয় প্রার্থী সায়রার হয়ে প্রচারে গিয়েছিলেন তাঁরা। সেখানে ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন তাঁরা। ভোটারদের সঙ্গে কথা বলতে চান, প্রচার চালাতে চান বলে জানান তাঁরা। কিন্তু সেখানে তাঁদের বাধা দেয় পুলিশ, তাতেই ধুন্ধুমার বেধে যায়। বাদানুবাদ গড়ায় ধস্তাধস্তি পর্যন্ত। মীনাক্ষীর দাবি, প্রার্থী-সহ তিন জন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্যামফ্লেট বিলি করতে যাবেন বলায় পুলিশ আটকে দেয়। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রীর পাড়ায় কেন প্রচার করা যাবে না, প্রশ্ন তোলেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। যে মুখ্যমন্ত্রী রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, তাঁর পাড়াতেই গণতন্ত্রের এই হাল, কটাক্ষ মীনাক্ষীর। এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, তাই আটকানো হয়েছে বলে দাবি পুলিশের। (CPM Rally in Kolkata)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram