Lok Sabha Vote: বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে প্রচার করলেন শুভেন্দু অধিকারী

তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে প্রচার করলেন শুভেন্দু অধিকারী। '৪০০ পার, ৩৮০ টা তে ভোট হয়ে গেছে। নরেন্দ্র মোদিজি(narendra modi) ২৭০-র বেশি ভোট পেয়েছেন। আমাদের এবারের যে লড়াই পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দফায়, মোদিজিকে ৪০০ পার করাতে হবে। মোদিজি ২০তারিখে আসছেন হলদিয়ায়। লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, বিশ্বের নেতাকে চোখে দেখবেন, তাঁর কথা শুনবেন বলে। ও পাগল-ছাগলের কথার উত্তর দেওয়ার কোনও দরকার নেই। নিজে হেরেছে নন্দীগ্রামে(nandigram), ওর কথার কী উত্তর দেব। ওর উত্তর জনগণ দিয়ে দিয়েছে। ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ শেষ কথা বলে। আমি আমার মত বলব, উনি ওনার কথা বলবেন। আমি আমাদের দলে আমার মতো চাইব, কিন্তু শেষ কথা জনগণ বলবে। আর জনগণ সেই উত্তর দিয়ে দিয়েছে', বললেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola