Lok Sabha Election 2024: লোকসভার ফলের আগে রাজনীতির ছোঁয়া বঙ্গের মিষ্টিতেও, হু হু করে বিক্রি

Continues below advertisement

লোকসভা ফলের (Lok Sabha Election Result) আগে রাজনীতির ছোঁয়া বাংলার মিষ্টিতেও।  সবুজ, গেরুয়া ও লাল রসগোল্লার সঙ্গে দলীয় প্রতীক দেওয়া সন্দেশও রয়েছে পাণ্ডুয়া ও বাঁকুড়ার মিষ্টির দোকানে। নতুন মিষ্টি পেয়ে খুশি ক্রেতারা। তবে রাজনৈতিক তরজা চলছে তৃণমূল ও বিজেপিতে। সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদ চড়ছে রাজনৈতিক মহলে। উত্তেজনা বাড়াতে পাণ্ডুয়া ও বাঁকুড়ার দোকান বানিয়েছে রকমারি মিষ্টি। সবুজ, কমলা ,হলুদ, লাল, গেরুয়া রসগোল্লার পাশাপাশি রয়েছে নানা প্রতীকের মিষ্টি। নানা রঙের বোঁদের পাশাপাশি নজরে রয়েছে রাজনৈতিক প্রতীক সহ সন্দেশও।  নতুন ধরনের এই মিষ্টি পেয়ে খুশি ক্রেতারাও। ক্রেতাদের সামর্থ্য অনুযায়ী সব দামের মিষ্টি রয়েছে দুটি দোকানে মিষ্টির দোকানদারদের এই উদ্যোগে খুশি ক্রেতারাও। মিষ্টির মাধ্যমে সম্প্রীতির বার্তা দিতে চাইছেন দোকানদারেরাও।                                                         

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram