Lok Sabha Election Results: লোকসভা ভোটে সেইভাবে হিংসার কোনও ঘটনা ঘটেনি! দাবি নির্বাচন কমিশনের
এবারের লোকসভা ভোটে সেইভাবে হিংসার কোনও ঘটনা ঘটেনি। সোমবার এমনই দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। রাজ্যে ভোট ও ভোট পরবর্তী সন্ত্রাসের প্রেক্ষাপটে মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মুখ্য নির্বাচন কমিশনার বলেন, 'এটি এমন একটি সাধারণ নির্বাচন যেখানে আমরা কোনও হিংসা দেখিনি। আপনাদের মনে থাকবে কী ধরনের হিংসা আমরা দেখতাম। জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত এলাকা, ছত্তীশগঢ়, ওড়িশা, মহারাষ্ট্র, মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। এটা কোনও সহজ কাজ নয়। এটার জন্য ২ বছরের কঠোর প্রস্তুতির প্রয়োজন হয়। আজ আপনাদের সামনে রিপোর্ট পেশ করার এটাও কারণ যে এই সব প্রচেষ্টা যেন হারিয়ে না যায়।'
Tags :
Mamata Banerjee TMC BJP Lok Sabha Elections 2024 Lok Sabha Elections Result 2024 West Bengal Lok Sabha Election 2024 Elections 2024 Lok Sabha Chunav Result 2024 Election 2024 Result West Bengal Election Result