CV Ananda Bose: রাজ্য়পালের চেয়ারে বসে বিজেপির হয়ে প্রচারের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল TMC

Continues below advertisement

ABP Ananda LIVE: সি ভি আনন্দ বোসের(CV Ananda Bose) বিরুদ্ধে রাজ্য়পালের (west bengal governor)চেয়ারে বসে বিজেপির হয়ে প্রচারের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল(tmc)। বুকে বিজেপির প্রতীক লাগানো রাজ্য়পালের ছবি সহ কমিশনে অভিযোগ জানাল শাসক দল। রাজ্যপাল যাতে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করেন তা সুনিশ্চিত করার আবেদনও কমিশনে জানিয়েছে তৃণমূল। এই অভিযোগের কোনও গুরুত্ব নেই, দাবি বিজেপির। আরও খবর, আদালতে ধাক্কা তৃণমূল কংগ্রেসের (TMC)। এনআইএ-র সুপার পদমর্যাদার আধিকারিককে বদলির আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তৃণমূল চাইলে কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করতেই পারে, পর্যবেক্ষণ আদালতের। এনআইএ-র সুপার ধনরাম সিংয়ের বদলি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সুরাহা না মেলায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আদালতে কমিশন জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলি তাদের এক্তিয়ারভুক্ত নয়। এনআইএ-র দাবি, তদন্ত থেকে বাঁচতে এই ধরনের পদক্ষেপ করছে অভিযুক্ত ব্যক্তিরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram