Mamata Banerjee: 'মনে পড়ে লড়াইগুলোর সময়? বাপ-বেটা কোথায় ছিলেন?' শুভেন্দুকে আক্রমণ মমতার
Lok Sabha Election 2024: নন্দীগ্রামে(nandigram) গণহত্য়ার জন্য় বৃহস্পতিবার সরাসরি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং শিশির অধিকারীকে দায়ী করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যার পর থেকেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন শুভেন্দু অধিকারী। ২০০৬ সালে নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বৃহস্পতিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) 'নতুন তত্ত্ব' নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এতদিন যে ঘটনার জন্য সিপিএমকে দায়ী করতেন। নন্দীগ্রামে গণহত্য়ার জন্য় বৃহস্পতিবার সরাসরি শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে দায়ী করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা পর থেকেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছায়াসঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনে ভর করে রাজ্যে ক্ষমতার অলিন্দে পৌঁছেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। হয়ে উঠেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রধান সেনাপতি। গত বিধানসভা ভোটের আগে দল বদলে বিজেপিতে যোগদানের পর, সেই শুভেন্দু অধিকারীই লাগাতার মমতা বন্দ্যাোপাধ্য়ায়ের লাগাতার আক্রমণের নিশানায়।