TMC News: কাঁথিতে হেরে বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য তৃণমূল প্রার্থীর
একদিকে যখন ভোটে বিপর্যয়ের পর অসন্তোষের আগুন বঙ্গ বিজেপির অন্দরে, অন্যদিকে, তখন কাঁথিতে হেরে বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করলেন পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিক।
'রাজ্যে তৃণমূলের ফল এত ভাল, মালদায় কেন খারাপ?' প্রশ্ন তুললেন তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর। খারাপ ফলের জন্য জেলার তৃণমূল নেতৃত্বের ব্যর্থতার দিকে আঙুল তুললেন মৌসম।
দিলীপের পাশে এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। উনি হিমালয়ের মতো, একটা ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে. মন্তব্য বিজেপি বিধায়কের ।
ভোটে হারের পর কেন্দ্র বদল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। 'পরাজয় শুধু একটা আসন বা রাজ্যে হয়নি, গোটা দেশেই হয়েছে। কেন্দ্র ও রাজ্যস্তরে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত। জেতা আসন থেকে সরানো হল আমাকে, দেবশ্রী চৌধুরীকে, এটা হারার অন্যতম কারণ। কাঠিবাজি তো হয়েছেই। আমার আসন বদল নিয়ে অগ্নিমিত্রার মনেও প্রশ্ন ছিল। কিছু দালাল লোক পার্টিকে চালাচ্ছে। পশ্চিমবঙ্গে সংগঠন বলে কিছুই ছিল না। নাড্ডাজিকে বলেছিলাম, আমরা ৫টা আসনে জিততে পারি। কেন্দ্র বদল করতে হলে, আগে জানাতে পারতেন। সেজন্যই তো বলছি কাঠিবাজি হয়েছে।' ভোটে হারের পর সরাসরি নেতৃত্বের দিকে আঙুল দিলীপের