Narendra Modi: বিপুল শরিকি চাপ, তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে
বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ। তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে। বৈঠক এনডিএ-র সংসদীয় দলের। সংবিধান সদনে আয়োজিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এনডিএ-র সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি। বিজেপি-সহ এনডিএ-র সব শরিক দলের সাংসদের উপস্থিতিতে সিদ্ধান্ত।সূত্রের খবর, বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবির। সেখানে বিজেপি-সহ এনডিএ-র ২৯৩ জন সাংসদ সই সম্বলিত সমর্থনপত্র পেশ করবেন । রবিবার সন্ধে ছ'টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। মেয়াদের পুরো সময় মোদি সরকারের সঙ্গে থাকার প্রতিশ্রুতি নীতিশ কুমারের।
'২০২৪-এর লোকসভা নির্বাচন সব দিক থেকেই এনডিএ-র মহাবিজয়। কিন্তু দুদিন এমনভাবে চলল যেন আমরা হেরে গেছি। এনডিএ সবথেকে মজবুত জোট সরকার। কিন্তু এর গায়ে কালি লাগানোর সবরকম চেষ্টা হয়েছে। দেশের মানুষ জানে আমরা হারিনি, হারব না।' মন্তব্য মোদির...