Abhishek Banerjee: হিন্দু-মুসলিমে লড়াই বাধিয়ে দেয় যারা, ৪ জুন তাদের 'জানাজা' বেরোবে: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়
ABP Ananda Live: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কেন্দ্র ডায়মন্ডহারবার থেকে ৪৫ কিলোমিটার দূরে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপে সভা করলেন নরেন্দ্র মোদি। কিনতু, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে একটি শব্দও খরচ করলেন না তিনি। অভিষেক ফোবিয়ায় ভোগে বিজেপি, প্রতিক্রিয়া তৃণমূলের। গুরুত্ব দেননি প্রধানমন্ত্রী, বোঝালেন শুভেন্দু অধিকারী।
এই প্রেক্ষাপটে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে গ্রেফতারের আশঙ্কাপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার, পঞ্চম দফা ভোটের আগের দিন, বাংলায় প্রচারে এসে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তুলোধনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের ফলের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এই প্রেক্ষাপটে, প্রথমবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রচারে এসে নরেন্দ্র মোদিকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কী বলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়?