Lok Sabha Elections 2024: নাড্ডার বাড়িতে বিশেষ বৈঠকে অমিত শাহ-রাজনাথ সিংহ। ABP Ananda Live
ABP Ananda Live: রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদি: সূত্র। নাড্ডার বাড়িতে বৈঠকে অমিত শাহ (Amit Shah)-রাজনাথ সিংহ (Rajnath Singh)। শরিকদের নিয়ে সরকার গঠনের রুটম্যাপ তৈরি করতে বৈঠক: সূত্র । নীতীশ-নায়ডুর সমর্থন নিয়ে তৃতীয়বার সরকার গঠনের পথে মোদি। কাল ফের এনডিএ-র বৈঠকের পর রাষ্ট্রপতির কাছে দাবি পেশ।
উল্লেখ্য় ১০ বছর পর আরও একটা জোট সরকার গঠনের দোরগোড়ায় দেশ। প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে শরিকদের মুখাপেক্ষী মোদি। নীতীশ-নায়ডুর সমর্থনে গঠিত হতে চলেছে তৃতীয় মোদি সরকার। সুযোগ বুঝে দর বাড়াতে মরিয়া শরিকরা। 'স্পিকারের পদ সহ কমপক্ষে ৬টি মন্ত্রক দাবি করেছেন চন্দ্রবাবু'। তালিকায় রয়েছে অর্থ, গ্রামোন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি: সূত্র। অন্তত ৩টি পূর্ণ মন্ত্রীর পদ ও বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দাবি নীতীশের: সূত্র। জিতনরাম মাজির 'হাম' একটি ক্য়াবিনেট মন্ত্রক চেয়েছে: সূত্র। চিরাগ পাসোয়ানও একটি ক্য়াবিনেট মন্ত্রকের পাশাপাশি চেয়েছেন ২জন প্রতিমন্ত্রীর পদ: সূত্র।