Abhijit Ganguly: '১৫ জুন পর্যন্ত অভিজিতের বিরুদ্ধে কোন পদক্ষেপ নয়', জানাল হাইকোর্ট।ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: পুলিশের FIR, ভোটের ফল পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) স্বস্তি। '১৫ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ নয়, তদন্তও করতে পারবে না পুলিশ'। কেজরিয়ালের অন্তর্বর্তী জামিনের রায়ের উল্লেখ করল হাইকোর্ট । মামলাকারী নিজেই প্রার্থী, তাই একই সিদ্ধান্ত: হাইকোর্ট । তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ বাতিলের আর্জি। 'ঘটনাপ্রবাহ দেখেই অভিযোগ, যা ঘটেছে তা অস্বীকার করা যায় না'। 'ধর্তব্যযোগ্য অপরাধ কিনা দেখে এফআইআর করা হয়''অ্যাপে মিছিলের অনুমতি নেওয়া হয়েছে । কিনা, তা ওই সময়ে দেখা যায় না'। ভুল তথ্য হলেও অভিযোগ নিতে হয়, পাল্টা সওয়াল রাজ্য সরকারের'একবার বলছেন ধর্তব্যযোগ্য অপরাধে এফআইআর''। আবার বলছেন ভুল তথ্য হলেও সেটা গ্রহণ করবেন?'রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । অভিযোগ নেওয়ার সময় এটা দেখা সম্ভব হয় না: এজি । 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভার প্রার্থী'। 'আপাতত তাই কেজরিওয়াল-রায়ের উপরেই ভরসা রাখছে আদালত'। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপাতত স্বস্তি দিয়ে মন্তব্য হাইকোর্টের । অন্তত তদন্ত চলতে দিন, হাইকোর্টে আর্জি রাজ্য সরকারের । রাজনীতির ওভারটোন হয়ে যাচ্ছে: হাইকোর্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram