Lok Sabha Elections 2024: কাল লোকসভা ভোটের ফলপ্রকাশ! কী প্রস্তুতি? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কাল লোকসভা ভোটের ফলপ্রকাশ (Lok Sabha Elections 2024)। দেশের ৫৪৩টি আসনের ফল জানা যাবে আগামীকাল। সকাল ৮টা থেকে খোলা শুরু হবে ইভিএম। রাজ্যে ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি গণনা কেন্দ্রে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর খোলা হবে ইভিএম । গণনাকেন্দ্র গুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী।

অন্য়দিকে, বুথ ফেরত সমীক্ষার উল্টো হবে লোকসভা ভোটের ফল, আশাবাদী সনিয়া গাঁধী (Sonia Gandhi On Exit Poll 2024)। সংবাদসংস্থাকে তিনি বলেন, 'একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন।' যদিও বেশিরভাগ বুথফেরত সমীক্ষায় গেরুয়া-ঝড়ের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। কোনও কোনও সমীক্ষায় আবার এনডিএ-র জন্য ৪০০-র বেশি আসনে জয়ের পূর্বাভাস রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ৩৫০-র বেশি আসনে জয়ের পূর্বাভাস রয়েছে এনডিএ-র জন্য। আসন সংখ্যা নিয়ে নানা মত থাকলেও নরেন্দ্র মোদির বিজেপি যে ফের ক্ষমতায় ফিরছে, সেই ইঙ্গিত মোটামুটি সব সমীক্ষাই দিয়েছে। তবে কংগ্রেস নেত্রীর বিশ্বাস, লোকসভা ভোটের ফলপ্রকাশ হলে বোঝা যাবে, বুথফেরত সমীক্ষা মেলেনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram