Election Commission: 'কাউন্টিং এজেন্ট হতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষক', জানাল নির্বাচন কমিশন

Continues below advertisement

ABP Ananda Live: 'কাউন্টিং এজেন্ট হতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষক','সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষককেও কোনও প্রার্থীর কাউন্টিং এজেন্ট করা যাবে না', বিজ্ঞপ্তি দিয়ে জানাল নির্বাচন কমিশন।

শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফা। সপ্তম তথা শেষ দফায় রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে নিউটাউনে নাকা তল্লাশি। অন্য়দিকে, CAA নিয়ে আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই মিলল নাগরিকত্ব। এবার নাগরিকত্ব পেলেন ঠাকুরনগরের মতুয়া গৃহবধূ। আবেদন করার দেড় মাসের মধ্যেই মিলল নাগরিকত্ব।  

পাশাপাশি, ফের পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বসিরহাটে ২ বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগ। 'সব হিসাব হবে, কয়েক মাসের মধ্যে বিজেপি আসছে'। 'বিজেপি এলে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করব'। 'আর যদি অবসর নেন, অবসরকালীন সুযোগ-সুবিধা আটকে দেব'।বসিরহাটের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram