Lok Sabha Elections 2024: কাল শেষ দফায় বাংলার ৯ আসনে নির্বাচন, কেমন চলছে প্রস্তুতি? ABP Ananda Live

ABP Ananda Live: কাল শেষ দফার ভোট, বাংলার ৯ আসনে নির্বাচন (Election 7th Phase)। কাল কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদমে ভোট। ডায়মন্ডহারবার, বসিরহাট, বারাসতেও কাল ভোট। কাল যাদবপুর (Jadavpur), জয়নগর (Joynagar), মথুরাপুরে (Mathurapur) লোকসভা নির্বাচন। কাল বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন । সপ্তম দফায় মোট ১৭ হাজার ৪৭০ বুথে ভোট  । সপ্তম দফায় স্পর্শকাতর বুথ ৩ হাজার ৭৪৮। সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন । শেষ দফার ভোটে কলকাতায় বাড়তি নজরদারি। কলকাতার ৭২টি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী (Central Force) ও পুলিশ। সন্দেশখালি ও গোসাবার (Gosaba) মতো এলাকায় ড্রোনে নজরদারি। সপ্তম দফায় ৯ কেন্দ্রে ১ হাজার ৯৫৮ কিউআরটি। কেমন চলছে প্রস্তুতি? অন্য়দিকে, তৃণমূল বনাম আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। গ্রেফতার ১ আইএসএফ কর্মী। বোমাবাজিতে আহত ৫, খবর পুলিশসূত্রে। জেনে নিন বিস্তারিত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola