Lok Sabha Elections 2024: যাদবপুর ৩ জন প্রবীণ CMP কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ! ABP Ananda Live
ABP Ananda Live: ভোটের আগে যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রের গাঙ্গুলিবাগানে ৩ জন প্রবীণ সিপিএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের কয়েকঘণ্টা আগে ধুন্ধুমার কাণ্ড বেধে গেল যাদবপুরে। গাঙ্গুলিবাগানের রবীন্দ্রপল্লিতে তিন জন প্রবীণ সিপিএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত সিপিএম কর্মীদের মধ্যে রয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোলিং এজেন্টের স্বামীও। প্রবীণ সিপিএম কর্মী প্রণব দাস ও শান্তি সাহাকেও বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে। রাত পোহালেই যাদবপুরে লোকসভা ভোট। আর কী কী ঘটেছিল?
অন্য়দিকে, কেন্দ্রীয় বাহিনী লাঠি চালানোর চেষ্টা করলে অযথা গায়ে হাত দিলে সেই লাঠি কেড়ে নেওযার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের (TMC) আছে। সপ্তম দফা ভোটের আগে হুঁশিয়ারি মদন মিত্রের (Madan Mitra)।