Tilottoma Majumdar Jukti Tokko: নৈতিকতা নয়, ক্ষমতা দখলের জন্য়ই ভোটে জেতার আকাঙ্খা তৈরি হচ্ছে: তিলোত্তমা মজুমদার
Lok Sabha Elections 2024: ভোটের মঞ্চে দাপায় হিংসা, আকাশ-বাতাসে কুকথার ধোঁয়া। রেহাই মেলে না সাধু-সন্তেরও, কী করে এড়াই এ বিষের ছোঁয়া? যুক্তি-তক্কো
রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে ইসকন। ভোটের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিল সাধুসন্তদের একাংশ। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সরব হয়েছিলেন বিভিন্ন সম্প্রদায়ের সাধু-সন্ন্যাসীরা। তা নিয়েও আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূল। নির্বাচন চলাকালীন ইস্য়ু হয়ে উঠেছিল সাধু-সংঘাতও। সন্ন্য়াসীদের একাংশকে নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য় ঘিরে তোলপাড় চলছিলই...মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে পথে নেমেছেন বিভিন্ন সম্প্রদায়ের সাধু-সন্ন্যাসীরা। দিনকয়েক আগে দক্ষিণবঙ্গে কলকাতা থেকে কাকদ্বীপ,উত্তরবঙ্গের শিলিগুড়িতে পথে নেমে প্রতিবাদে সরব হয়েছিলেন গেরুয়াবসনধারীরা।
রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে, ইসকন সাধুসন্তদের একাংশকে নিশানা করতে গিয়ে এই সব প্রতিষ্ঠানের কথা উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর মুখে। এই ঘটনা প্রসঙ্গে কী বললেন সাহিত্য়িক তিলোত্তমা মজুমদার?