Lok Sabha Elections 2024: এখানকার মহিলাদের বলছি, মুড়ো ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন: কাকলি ঘোষ দস্তিদার

ABP Ananda Live: অবস্থা ভাল নয় বুঝে বারবার বাংলায় আসছে। এখানকার মহিলাদের বলছি, মুড়ো ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন। নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

রেমালের ঝটকা তাপমাত্রার পারদ কিছুটা নামিয়ে দিলেও, নির্বাচনী উত্তেজনার পারদ এখনও চড়ছে।
সেই সঙ্গে বইছে হুমকি-হুঁশিয়ারি, কটাক্ষ আর কু-কথার স্রোত। মঙ্গলবার বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে অশোকনগরের হরিপুরে সভা করেন নরেন্দ্র মোদি। বিধাননগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে সভায় নাম না করে প্রধানমন্ত্রী ও প্রতিপক্ষ বিজেপি প্রার্থীকে নিশানা করেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। কাকলিকে পাল্টা আক্রমণ করতে দেরি করেনি বিজেপি। শেষ দফায় আগামী শনিবার ভোট বারাসাত লোকসভা আসনে। তার আগে, তৃণমূল প্রার্থীর হুঁশিয়ারি ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola