Mamata Banerjee: সুদীপ-কুণালের সঙ্গে বৈঠক মমতার! রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। ABP Ananda Live

ABP Ananda LIVE:  পদযাত্রার পর সুদীপ-কুণালের সঙ্গে কথা মমতার (Mamata Banerjee)। সুদীপ-কুণালকে ডেকে বার্তা তৃণমূলনেত্রীর। অতীতে বারবার ২ নেতার মধ্যে তিক্ততার প্রেক্ষিতে কি বিশেষ কোনও বার্তা দিলেন তৃণমূলনেত্রী? মমতার সঙ্গে ২ নেতার বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। 

পাশাপাশি আজ নদী বাঁধ পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। আজ বেলা দুটো নাগাদ সন্দেশখালির ন্যাজাটে় বিদ্যাধরী নদী বাঁধে ভাঙন দেখতে যান পার্থ ভৌমিক। নদীপথে নৌকো করে তিনি নদী বাঁধ ভাঙন পরিদর্শন করেন। এখানে প্রায় আড়াই কিলোমিটার বাঁধ ভেঙে গ্রামবাসীরা বাড়ি ছাড়া হয়েছেন। আর সেখানেই মন্ত্রী পৌঁছাতেই মহিলারা ক্ষোভ উগড়ে দেন। 

অন্যদিকে, শেষদফা ভোটের আগে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজেপি ও সিপিএমের যোগসাজশের অভিযোগ তৃণমূল নেত্রীর। 'দমদমে বিজেপির ভোট সিপিএমে দেওয়ার চক্রান্ত হয়েছে'।'বরানগর উপনির্বাচনে সিপিএমের ভোট যাবে বিজেপিতে'।বারুইপুরের সভা থেকে অভিযোগ তৃণমূল নেত্রীর। আরও কী কী বলেছেন তিনি? জেনে নিন এই ভিডিওতে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola