Kartik Maharaj: 'শুভ বুদ্ধির উদয় হোক', মন্তব্য বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের

Continues below advertisement

ABP Ananda Live: কার্তিক মহারাজের ছবি পোস্ট করে সাধুদের পাশে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর (Suvendu Adhikari)। 'ভারত সেবাশ্রম সঙ্ঘের পাশে আছি'। 'রামকৃষ্ণ মঠ ও মিশন ও ইসকনের সঙ্গে আছি'। হিন্দু সন্ন্য়াসীদের সঙ্গে আছি, পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সাধুদের একাংশকে আক্রমণ নিয়ে মমতাকে (Mamata Banerjee) পাল্টা নিশানা মোদির (Narendra Modi)। ভারত সেবাশ্রম, ইস্কনকে ধমকাচ্ছে, আক্রমণ মোদির। 'বাংলার তৃণমূল সরকার সাধুদের নাম নিয়ে হুমকি দিচ্ছে' । 'ভোটব্যাঙ্কের স্বার্থে কত নীচে নেমে গিয়েছে তৃণমূল'। 'আধ্যাত্মিক গুরুদের অপমান মানুষ সহ্য করবে না'। 'এদের এমন সাজা দিতে হবে, যাতে সাধুদের অপমানের সাহস না পায়'। রামের নামেও আপত্তি তৃণমূলের, আক্রমণ মোদির। শুভ বুদ্ধির উদয় হোক, মন্তব্য বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ তথা কার্তিক মহারাজের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram