Narendra Modi: 'দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না', বাঁকুড়ার সভা থেকে মন্তব্য মোদির

Continues below advertisement

ABP Ananda Live: 'আমি আজ ভোট চাইতে আসিনি, আশীর্বাদ নিতে এসেছি', 'বিকশিত ও আত্মনির্ভর ভারতের জন্য আপনাদের আশীর্বাদ নিতে এসেছি', 'এখন ইন্ডিয়া জোটের সব তির শেষ হয়ে গিয়েছে', 'ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দিয়েছি', 'ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের মদত ইন্ডিয়া জোটের সদস্যদের', 'দেশের সংবিধান ধ্বংস করতে চাইছে ইন্ডিয়া জোট', 'ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চায় ইন্ডিয়া জোট', 'মা-মাটি-মানুষকে রক্ষার কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল', 'কিন্তু মা-মাটি-মানুষের অধিকার লুঠ করেছে তৃণমূল', 'শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালির মহিলাদের দোষী বলে চিহ্নিত করছে তৃণমূল', 'সন্দেশখালির অপরাধীদের বাঁচাতে নিরীহ মহিলাদের সম্মানহানি করা হচ্ছে', 'যে বাংলায় সরস্বতী পুজো হয়, সেখানে শিক্ষা ক্ষেত্রেও চুরি করেছে তৃণমূল', 'তোলাবাজি আর চুরিই তৃণমূলের নীতি', 'তৃণমূল নেতাদের বাড়ি থেকে নোটের পাহাড় উদ্ধার হয়েছে', 'আমি নিজে চোখে কখনও এতো নোট দেখিনি', 'এরা নিজেরা দুর্নীতি করবে, আর মোদিকে দোষারোপ করবে', 'দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না', '৪ জুনের পর নতুন সরকার গঠনের পর কড়া পদক্ষেপ', '৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ', 'প্রতারিতদের টাকা ফেরতের ব্যবস্থা করব, তার জন্য পরামর্শ নিচ্ছি', 'উন্নয়ন নিয়ে কোনও বিভাজন করি না', 'জল সঙ্কটে ভুগছে পুরুলিয়ার মানুষ, আদিবাসীদের জীবন আরও কষ্টকর হয়ে উঠছে', বাঁকুডা়র সভা থেকে বললেন মোদি। 


Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram