Lok Sabha Elections 2024: সপ্তম দফা ভোটের আগে কী হুঁশিয়ারি দিলেন মদন মিত্র? ABP Ananda Live
Continues below advertisement
ABP Ananda Live: কেন্দ্রীয় বাহিনী লাঠি চালানোর চেষ্টা করলে অযথা গায়ে হাত দিলে সেই লাঠি কেড়ে নেওযার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের (TMC) আছে। সপ্তম দফা ভোটের আগে হুঁশিয়ারি মদন মিত্রের (Madan Mitra)।
অন্য়দিকে,একটা সময় বামপন্থীদের লাল দূর্গ বলে পরিচিত দমদমে, প্রচলিত কথা ছিল ‘দমদম দাওয়াই’। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে বাম আমলে কার্যত দাঁত ফোটাতে পারত না বিরোধীরা। ভোট মানেই লেগে থাকত অশান্তি। মুখ্যমন্ত্রী হওয়ার টানা দু-দশক বরানগরের বিধায়ক ছিলেন জ্যোতি বসু। বরানগর, দমদম, কামারহাটি, পানিহাটি, খড়দার মতো বিধানসভা কেন্দ্রগুলি বামেদের দখলেই ছিল। আর তখন মুখে মুখে ঘুরত যে কথা, সেই 'দমদম দাওয়াই' এবার শোনা গেল, তৃণমূল নেতা মদন মিত্রর গলায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, ভোটের ময়দানে আচমকা দেখা গেল তাঁকে।
Continues below advertisement
Tags :
Lok Sabha Elections 2024 Lok Sabha Polls 2024 MADAN MITRA Elections 2024 Lok Sabha Election 2024 Date Lok Sabha Election 2024 Schedule India General Election India General Election Schedule Lok Sabha Elections Result 2024 Lok Sabha Polls 2024 Date Lok Sabha Polls Result 2024 Date