Mamata Banerjee: দক্ষিণ কলকাতাজুড়ে মেগা র‍্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের! কী বার্তা দিলেন তিনি?

Continues below advertisement

ABP Ananda Live: শেষ দফা ভোটের প্রচারের শেষ দিনে কলকাতা দক্ষিণ লোকসভার প্রার্থী মালা রায় (Mala Roy) ও যাদবপুর লোকসভার প্রার্থী সায়নী ঘোষের (Sayani Ghosh) সমর্থনে আজ দক্ষিণ কলকাতাজুড়ে মেগা র‍্যালি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর ২টোয় জমায়েত। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হবে যাদবপুরের সুকান্ত সেতু থেকে। যাদবপুর থানার সামনে দিয়ে, গোলপার্ক, গড়িয়াহাট ছুঁয়ে, বালিগঞ্জ ফাঁড়ি ধরে ল্যান্সডাউন, পদ্মপুকুর, ভবানীপুরে যদুবাবুর বাজার হয়ে হরিশ মুখার্জি রোড ধরে গিয়ে আলিপুরে গোপালনগর মোড়ে শেষ হবে মমতার পদযাত্রা। 

'ভোটের প্রচার শেষেও ধ্যানের নামে ২ দিন ধরে প্রচার করবেন মোদি', 'এমন মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আগে দেখিনি', 'দেশে মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে','মানুষ ভোটবাক্সে জবাব দেবে', যাদবপুরে দাঁড়িয়ে বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram