Lok Sabha Elections 2024: ধ্য়ান করবে তো ক্য়ামেরা নিয়ে কেন? মোদিকে তীব্র নিশানা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের

Continues below advertisement

ABP Ananda Live: শেষ দফার ভোটের আগে কন্য়াকুমারীতে ধ্যানমগ্ন হবেন নরেন্দ্র মোদি। ধ্য়ান করবে তো ক্য়ামেরা নিয়ে কেন? বুধবার বারুইপুরের সভা থেকে নরেন্দ্র মোদিকে তীব্র নিশানা করলেন তৃণমূল নেত্রী। ভোটের প্রচার শেষ, কিন্তু, মোদির প্রচার শেষ হবে না। কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

২০১৯-এর লোকসভা নির্বাচন চলাকালীন, শেষ দফার ভোটগ্রহণের সময় কেদারনাথ সফরে গিয়ে, সেখানকার গুহায় ধ্য়ানে বসেছিলেন নরেন্দ্র মোদি। ভোটের মধ্য়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল সেই ছবি। সেই ২০১৯-এর পুনরাবৃত্তি এবার হতে চলেছে ২০২৪-এও।  শেষ দফার ভোটের আগে ফের ধ্যানমগ্ন হবেন নরেন্দ্র মোদি। আগেরবার কেদারনাথ ছিল...এবার কন্য়াকুমারী...বৃহস্পতিবার বিকেলেই ভোট প্রচার শেষ হয়ে যাবে। অর্থাৎ কোনও রাজনৈতিক দল আর প্রচার করতে পারবে না। সূত্রের খবর, সেইসময়টা ধ্য়ান করবেন নরেন্দ্র মোদি। ১ জুন অর্থাৎ ভোটের দিন সন্ধে পর্যন্ত!  বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন তিনি। সূত্রের খবর, মূল ভূখণ্ডের অদূরে যে শিলার উপর বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram