Tarokar Chokhe Taroka Kendra:লোকসভা ভোটের আগে কী ভাবছে যাদবপুর,দক্ষিণ কলকাতা?কী বলছেন ভোটপ্রার্থীরা?

Continues below advertisement

 লোকসভা ভোটের আগে কী ভাবছে যাদবপুর এবং দক্ষিণ কলকাতা? সাধারণ মানুষ থেকে ভোটপ্রার্থীরা কী বলছেন? ঘুরে দেখলেন ঋতব্রত মুখোপাধ্যায়। তারকার চোখে তারকা কেন্দ্র, ওড়িশার ময়ূরভঞ্জে প্রধানমন্ত্রীর সভায় আচমকা অসুস্থ সাংবাদিক! সভামঞ্চ থেকেই সাংবাদিকের চিকিৎসায় নিজের মেডিক্যাল টিমকে পাঠালেন নরেন্দ্র মোদি। অন্য়দিকে, নদী বাঁধ পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। আজ বেলা দুটো নাগাদ সন্দেশখালির ন্যাজাটে় বিদ্যাধরী নদী বাঁধে ভাঙন দেখতে যান পার্থ ভৌমিক। নদীপথে নৌকো করে তিনি নদী বাঁধ ভাঙন পরিদর্শন করেন। এখানে প্রায় আড়াই কিলোমিটার বাঁধ ভেঙে গ্রামবাসীরা বাড়ি ছাড়া হয়েছেন। আর সেখানেই মন্ত্রী পৌঁছাতেই মহিলারা ক্ষোভ উগড়ে দেন।  উল্লেখ্য়, শেষদফা ভোটের আগে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজেপি ও সিপিএমের যোগসাজশের অভিযোগ তৃণমূল নেত্রীর। 'দমদমে বিজেপির ভোট সিপিএমে দেওয়ার চক্রান্ত হয়েছে'।'বরানগর উপনির্বাচনে সিপিএমের ভোট যাবে বিজেপিতে'।বারুইপুরের সভা থেকে অভিযোগ তৃণমূল নেত্রীর। আরও কী কী বলেছেন তিনি? জেনে নিন এই ভিডিওতে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram