Lok Sabha Elections 2024: নন্দীগ্রামের বুথে বিজেপির বিরুদ্ধে অবাধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ দেবাংশুর
ABP Ananda Live: নন্দীগ্রামের (Nandigram) বুথে বিজেপির বিরুদ্ধে অবাধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ দেবাংশুর, 'সোনাচূড়ার ২৭৯ নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে ছাপ্পা দিচ্ছে বিজেপি'। অভিযোগ করে সোশাল মিডিয়ায় পোস্ট তমলুকের তৃণমূল প্রার্থীর। কোনও ছাপ্পা ভোট হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন। ভিভিপ্যাট খারাপ হয়েছিল, পরিবর্তন করা হয়েছে, জানাল কমিশন।
অন্যদিকে, ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে হলদিয়া ভবানীপুর শান্তশ্রী বিদ্যামন্দির বুথে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী। ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) দেখে উঠল চাকরি চোর স্লোগান। প্রথমে বুথের বাইরে কয়েকজনকে ধাওয়া করেন । বিজেপি কর্মীরা। মাঠ পেরিয়ে তারা পালিয়ে যায়। এরপরই দলে দলে তৃণমূল কর্মীরা অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু। করেন। অভিজিতের নিরাপত্তা রক্ষীরা তাঁকে ঘিরে ধরেন। বুথের সামনে মিনিট চল্লিশ ধরে চলে স্লোগান, বিক্ষোভ। ফোন করে QRT ডাকেন বিজেপি প্রার্থী। তারা এসে ভিড় হঠিয়ে দেয়।তমলুকের ভবানীপুরে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে বুথে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাঠ ভেঙে ছুটে পালাল দুষ্কৃতীরা।