Narendra Modi: 'শরণার্থীদের নাগরিকত্ব দেবই', খড়গপুরের সভা থেকে হুঙ্কার মোদির। ABP Ananda Live

ABP Ananda Live: সিন্ডিকেট, তোলাবাজদের দল তৃণমূল, আক্রমণে মোদি (Narendra Modi) । 'তৃণমূল মানে আতঙ্ক, দুর্নীতি, তোষণ, পরিবারবাদ'।'সাধু, সন্তদের অপমান করেছে তৃণমূল কংগ্রেস'। 'বাংলার মুখ্যমন্ত্রী সব সীমা ছাড়িয়ে গিয়েছেন'। 'যাঁরা রামের নাম নেন, তাঁদের আক্রমণ করেন'। 'এই তৃণমূলই শেখ শাহজাহানদের বাঁচানোর চেষ্টা করে', 'ভোট ব্যাঙ্কের রাজনীতির কাছে মাথা নত করেছে তৃণমূল'। 'অনুপ্রবেশ বাংলার কাছে বড় বিপদ'।।'আদিবাসী, দলিত সমাজের জীবনে বিপদ ডেকে আনছে অনুপ্রবেশ'
'অনুপ্রবেশকারীদের জন্য জাল রেশন কার্ড ও আধার কার্ড তৈরি করে তৃণমূল সরকার'। 'বাংলার জন্য বিপজ্জনক অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাঙ্ক'। 'বাংলায় শিল্প-বাণিজ্য শেষ করে দিয়েছে তৃণমূল'। 'এখানে কাজ না পেয়ে বাধ্য হয়ে বাইরে যেতে হচ্ছে বাংলার যুব সমাজকে'। 'বাংলায় বিজেপির মজবুত সরকার দরকার', শরণার্থীদের নাগরিকত্ব দেবই, খড়গপুরের সভা থেকে হুঙ্কার মোদির, 'আমরা নাগরিকত্ব দিতে CAA এনেছি, বিরোধিতা করছে তৃণমূল', 'তৃণমূলের মিথ্যাচারের পর্দাফাঁস হয়ে গেছে'
'৪ দিন আগেই ৩০০-র বেশি শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে', 'তৃণমূল কান খুলে শুনে রাখো, CAA মোদির গ্যারান্টি', আজকের সভা থেকে বললেন মোদি (Narendra Modi)। 


JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola