Narendra Modi: OBC নিয়ে বিচারব্যবস্থাকে আক্রমণ মমতার! যা নিয়ে সুর চড়ালেন মোদি। ABP Ananda LIVE

ABP Ananda Live: OBC সার্টিফিকেট বাতিল নিয়ে বিচারব্যবস্থার একাংশকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) আক্রমণ নিয়ে এবার সুর চড়ালেন প্রধানমন্ত্রী। বললেন, তৃণমূলের কাছে প্রশ্ন করতে চাই, এবার কি বিচারপতিদের পিছনেও নিজেদের গুন্ডাদের ছেড়ে দেবেন? তিনি আরও বলেন, OBC-দের ধোঁকা দিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী। লোকসভা ভোটের আবহে, OBC-সংরক্ষণ নিয়ে রাজনীতির হাওয়া জোরাল হয়েছে। ২২ মে কলকাতা হাইকোর্টের রায়ে। বাতিল হয়ে গেছে তৃণমূল জমানার সমস্ত OBC সার্টিফিকেট। এই রায়ের পরই বিচারব্যবস্থার একাংশকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, এই মন্তব্যেরই পাল্টা সুর চড়ান প্রধানমন্ত্রী। 'OBC জাতিভুক্তদের সঙ্গে প্রতারণা তৃণমূলের', বাংলায় এসে সরব প্রধানমন্ত্রী। সব মিলিয়ে ওবিসি সার্টিফিকেট বাতিল ও বিচারব্যবস্থার একাংশকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আক্রমণ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola