Mamata Banerjee: 'সরাসরি রাজনীতি করে দেশের সর্বনাশ করছেন', মমতার নিশানায় মিশন-আশ্রমের সন্ন্যাসীরা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ভোট-বঙ্গে এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় মিশন-আশ্রমের সন্ন্যাসীরা। মিশন-আশ্রমের সঙ্গে যুক্ত সাধু-সন্ন্যাসীরাও কেউ কেউ রাজনীতি করছেন বলে অভিযোগ তৃণমূল নেত্রীর।'সব সাধু তো সমান নয়, আমরাও সবাই সমান নই' । 'বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন' । 'ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম' । 'কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন, তাঁকে সাধু বলে মনে করি না'  'সরাসরি রাজনীতি করে দেশের সর্বনাশ করছেন' । 'আসানসোলেও একটা মিশন আছে' । 'ইস্কনকেও আমি নদিয়ায় ৭০০ একর জমি দিয়েছি' । 'দিল্লি থেকে বিজেপিকে ভোট দিতে বলার জন্য নির্দেশ আসছে' । আপনাদের এই মেয়েটা বেঁচে না থাকলে স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকত না, গোঘাটের সভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram