Lok Sabha Elections 2024 Result: ইন্ডিয়া জোটের মধ্যে কি এবার সমান্তরাল সমীকরণ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য অখিলেশ যাদবের

ABP Ananda Live: কাউকে খুশি করে সরকার গঠন করলে সেই সরকারের স্থায়িত্ব বেশিদিন হয় না, অন্য কেউ খুশি করলে তাঁরা তাঁকে সমর্থন করবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অখিলেশ যাদবের।

উল্লেখ্য়, দিল্লিতে (Delhi) অখিলেশ যাদবের (Akhilesh Yadav) বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের সঙ্গে অখিলেশের বাড়িতে ডেরেক ও'ব্রায়েনও। ভোটের ফল প্রকাশের পর বিরোধী শিবিরে তৎপরতা তুঙ্গে গতকাল খাড়গের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত বিরোধী আসনে বসবে I.N.D.I.A.  এদিন তাঁর বাড়ির সামনে অভিষেক গাড়ি থেকে নেমে, বাড়িতে ঢুকতেই নিজে দরজার কাছে এগিয়ে এসে আপ্যায়ন করেন অখিলেশ যাদব। নিয়ে যান ভিতরে। ডেরেক ও ব্রায়েন এসেও কোলাকুলি করেন অখিলেশের সঙ্গে।

এদিন তাঁর বাড়ির সামনে অভিষেক গাড়ি থেকে নেমে, বাড়িতে ঢুকতেই নিজে দরজার কাছে এগিয়ে এসে আপ্যায়ন করেন অখিলেশ যাদব। নিয়ে যান ভিতরে। ডেরেক ও ব্রায়েন এসেও কোলাকুলি করেন অখিলেশের সঙ্গে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola