Mausam Benazir Noor: রাজ্যে TMC-র ফল ভাল হলেও মালদায় কেন খারাপ? প্রশ্ন তুললেন মৌসমের

Continues below advertisement

ABP Ananda Live: রাজ্যে তৃণমূলের ফল এত ভাল, মালদায় কেন এত খারাপ? প্রশ্ন তুললেন তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর। খারাপ ফলের জন্য জেলার তৃণমূল নেতৃত্বের ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন মৌসম।

বারাসাত লোকসভা কেন্দ্রে কাকলি ঘোষদস্তিদারের জয়জয়কারের পরেও, এলাকা ভিত্তিক ফলাফলে হাবড়া-অশোকনগরে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। হাবড়া পুরসভা এলাকার ২৪টি ওয়ার্ডেই বিজেপির বাক্সে ভোট উজাড় করে দিয়েছেন ভোটররা। যা দেখে ভাঁজ পড়েছে শাসক দলের নেতাদের কপালে। নৈতিক পরাজয় হয়েছে তৃণমূলের, কটাক্ষ করেছে বিজেপি।

রেশন দুর্নীতির পাহাড়প্রমাণ অভিযোগ নিয়ে যখন জেলে দিন কাটছে জ্যোতিপ্রিয় মল্লিকের...! তখন বালুর গড় হাবড়ায় পায়ের তলার জমি অনেকটাই আলগা হল তৃণমূল কংগ্রেসের। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার বিপুল ভোটে জিতলেও... এই লোকসভা কেন্দ্রের হাব়ড়া বিধানসভা এলাকায় কিন্তু....জ্যোতিপ্রিয়-হীন ঘাসফুলের জমিতে ফ্য়াক্টর হয়ে দাঁড়াল পদ্ম-কাঁটা।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram