Lok Sabha Elections 2024: আড়াই মাস যারা পড়াশোনা করেছে, পরীক্ষার আগে তাদের বাড়তি টেনশন নিতে হয় না: সৃজন ভট্টাচার্য
ABP Ananda Live: শেষ দফা ভোটের প্রচারের শেষ দিনে বামেদের কর্মসূচি রয়েছে উত্তরে ও দক্ষিণে। কৈখালি থেকে প্রচার শুরু করেন দমদম লোকসভার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। অন্যদিকে, যাদবপুর লোকসভার সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhপ্রচার শুরু করেন বারুইপুর থেকে।
অন্য়দিকে, শেষ দফা ভোটের শেষ দিনের প্রচারে বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষের সমর্থনে বাড়ি বাড়ি ঘুরে প্রচার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দমদম ও যাদবপুর লোকসভার দুই প্রার্থী শীলভদ্র দত্ত ও অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের হয়েও প্রচার করবেন সুকান্ত মজুমদার। এরপর গড়িয়া মহামায়াতলা থেকে নরেন্দ্রপুরের শিমুলতলা মোড় পর্যন্ত রোড শো করবেন বিজেপির রাজ্য সভাপতি।
পাশাপাশি তপসিয়ায় প্রচারে কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য়, শেষ দফার ভোটের আগে সিইও-র ভূমিকা নিয়ে প্রশ্ন সিপিএমের। 'নিরেপক্ষ ভূমিকা পালন করুক নির্বাচন কমিশন'।'সিইও দফতরে এমন কিছু লোক আছে, যাঁরা আমাদের চিঠি পৌঁছে দিচ্ছেন না'। 'রাজনৈতিক দলের সঙ্গে দেখা করছেন না সিইও'। মাঝপথে বৈঠক ছেড়ে চলে গেছেন সিইও, অভিযোগ সিপিএমের।