Morning Headlines: আজ ভোটের পঞ্চম দফা | মমতার নিশানায় সাধুরাও! | ৩৪ লক্ষ টাকা উদ্ধার | ABP Ananda LIVE

Loksabha Election 2024: আজ লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) পঞ্চম দফা (5th Phase)। বাংলার ৩ জেলায় ৭ কেন্দ্রের পাশাপাশি ভোট মহারাষ্ট্র (Maharashtra), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), বিহার (Bihar), ঝাড়খণ্ড (Jharkhand), ওড়িশায় (Odisha)। রাজনাথ, স্মৃতি ইরানি, রাহুল গাঁধীদের ভাগ্য নির্ধারণ। এবার ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ মমতার (Mamata Banerjee)। খড়গপুরে (Kharagpur) হোটেলে প্রায় ৩৪ লক্ষ টাকা উদ্ধার, দাবি পুলিশ সূত্রে। আটক বিজেপি (BJP) নেতা। টাকা দিয়ে ভোটে জিততে চায় বিজেপি, বিকোবে না বাংলার মানুষ, আক্রমণে তৃণমূল। ইরানের (Iran) প্রেসিডেন্ট, বিদেশমন্ত্রীকে নিয়ে পূর্ব আজারবাইজানের পার্বত্য এলাকায় ভেঙে পড়ল কপ্টার। খারাপ আবহাওয়ার (Bad Weather) জন্য ব্যাহত উদ্ধারকাজ (Rescue Operation)।              

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola