Loksabha Election 2024: আজ পঞ্চম দফার ভোট, বনগাঁয় মোট বুথ ১ হাজার ৯৩০টি | ABP Ananda LIVE
Continues below advertisement
Bongaon News: পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট (Loksabha Election 2024)। এর মধ্যে হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর (Serampore), হুগলি (Hooghly) ও আরামবাগ (Arambagh), উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে। পঞ্চম দফায় মোতায়েন থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। তার মধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। এছাড়াও থাকছে রেকর্ড সংখ্যক QRT। বনগাঁ লোকসভা কেন্দ্রে মোট বুথ ১ হাজার ৯৩০টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ সাড়ে ৫০০। বনগাঁয় কেন্দ্রীয় বাহিনী থাকছে ৫৫ কোম্পানি, QRT ৪৪। বনগাঁয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর লড়ছেন বিজেপির হয়ে। তৃণমূলের হয়ে লড়ছেন বিশ্বজিৎ দাস, কংগ্রেসের হয়ে লড়ছেন প্রদীপ বিশ্বাস।
Continues below advertisement