PM Narendra Modi: ধ্যানে নরেন্দ্র মোদি, তিরুপতি মন্দিরে পুজো দিলেন অমিত শাহ। ABP Ananda live
Amit shah: শেষ দফার ভোটের (Loksabha Election 2024) আগে কন্যাকুমারীতে ধ্যানে প্রধানমন্ত্রী। বিবেকানন্দ রকে ধ্যানমণ্ডপমে কাল সন্ধে পর্যন্ত তপস্যায় মোদি। তিরুপতি মন্দিরে পুজো দিলেন শাহ (Amit Shah)।মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গ, কেদারনাথের গুহার পর এবার কন্য়াকুমারীর (Kanyakumari) 'বিবেকানন্দ রকে' ধ্যানে নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। গতকাল হেলিকপ্টারে করে কন্য়াকুমারী পৌঁছনোর পর, মন্দিরে পুজো দিয়ে বিবেকানন্দ রকের ধ্যানমণ্ডপমে ধ্যানে বসেছেন তিনি। অন্যদিকে আজ তিরুপতি মন্দিরে পুজো দিলেন অমিত শাহ (Amit Shah)। বিকেলে যাবেন সোমনাথ মন্দিরে (Somnath Temple) পুজো দিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ছবিটি ৩৩ বছর আগে তোলা হয়েছিল বলে জানা গেছে। সেখানেও তাঁকে স্বামীজির মূর্তির সামনে শ্রদ্ধাবনত অবস্থায় দেখা যাচ্ছে। তখন তিনি বিজেপির তরুণ নেতা। ছবিটি মোদি আর্কাইভ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। । এক্স হ্যান্ডেলে ছেয়ে গিয়েছে ছবিটি। একের পর এক হ্যান্ডেলে শেয়ার হয়েছে ছবিটি। এনডিটিভি সূত্রে দাবি, ছবিটি ১৯৯১ সালে একতা যাত্রার সময় তোলা হয়েছিল, যা কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল এবং কাশ্মীরে শেষ হয়েছিল। ABP Ananda Live