Loksabha Election 2024: আমডাঙায় ৩টি বুথে এজেন্টদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ করলেন অর্জুন সিং | ABP Ananda LIVE

Continues below advertisement

আমডাঙায় ৩টি বুথে এজেন্টদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ করলেন অর্জুন সিং। 'পার্থ ভৌমিক খেলা বন্ধ করুন', ভোটের দিন সকালে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর। অন্যদিকে জগদ্দলের সরস্বতী বালিকা বিদ্যালয়ের ১৪৪ নম্বর বুথে সকাল ৭টার পরেও ভোট শুরু হয়নি। কেন দেরি, এই নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করলেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং। 

এছাড়া ভোটের আগের রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর লোকসভার আমডাঙার বইছগাছিয়া ১২০ ও ১২১ নম্বর বুথের ঘটনা। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বাড়ি বাড়ি নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দেন।

এর পাশাপাশি, ভোটের লাইনে দেখা যায় জগদ্দলের বাসিন্দা ১০৬ বছরের মহাদেব সাউকে। জগদ্দলের মেঘনা জুটমিল স্কুলের ১০২ নম্বর বুথে ভোটের লাইনে সবার প্রথমে শতায়ু ভোটার। অন্যদিকে, পাশের ১০১ নম্বর বুথে মক পোলের সময় দেখা যায় EVM খারাপ। প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram