Loksabha Election 2024: ভোটের আগেই আরামবাগে অশান্তি, খানাকুলে 'আক্রান্ত' বিজেপির উপপ্রধান | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ভোটের (Loksabha Election 2024) আগে আরামবাগে (Arambagh News) অশান্তি। খানাকুলের (Khanakul) রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি (BJP) উপপ্রধান তপন বাগের (Tapan Bagh) মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অভিযোগ, রাতে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূলের বাইক বাহিনী। বিজেপি নেতা-সহ কয়েকজন প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়। আহত হন বিজেপি উপপ্রধান-সহ ৫ বিজেপি কর্মী। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের। অন্যদিকে, আরামবাগে মলয়পুর ১ নম্বর অঞ্চলের বালিয়া গ্রামে তৃণমূল কর্মী শ্যামল রায়ের (Shyamal Roy) ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে আরও ২ তৃণমূল কর্মী আহত হন। ৩ জনেই হাসপাতালে ভর্তি। অভিযোগ অস্বীকার বিজেপির। 

পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। এর মধ্যে হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে। পঞ্চম দফায় মোতায়েন থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। এছাড়াও থাকছে রেকর্ড সংখ্যক QRT।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram