Loksabha Election 2024: ভোটের আগেই আরামবাগে অশান্তি, খানাকুলে 'আক্রান্ত' বিজেপির উপপ্রধান | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভোটের (Loksabha Election 2024) আগে আরামবাগে (Arambagh News) অশান্তি। খানাকুলের (Khanakul) রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি (BJP) উপপ্রধান তপন বাগের (Tapan Bagh) মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অভিযোগ, রাতে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূলের বাইক বাহিনী। বিজেপি নেতা-সহ কয়েকজন প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়। আহত হন বিজেপি উপপ্রধান-সহ ৫ বিজেপি কর্মী। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের। অন্যদিকে, আরামবাগে মলয়পুর ১ নম্বর অঞ্চলের বালিয়া গ্রামে তৃণমূল কর্মী শ্যামল রায়ের (Shyamal Roy) ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে আরও ২ তৃণমূল কর্মী আহত হন। ৩ জনেই হাসপাতালে ভর্তি। অভিযোগ অস্বীকার বিজেপির।
পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। এর মধ্যে হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে। পঞ্চম দফায় মোতায়েন থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। এছাড়াও থাকছে রেকর্ড সংখ্যক QRT।