Loksabha Election 2024: ভোটের আগের রাতে সালকিয়ায় সিপিএমের অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | ABP Ananda LIVE

Continues below advertisement

ভোটের আগের রাতে সালকিয়ায় ত্রিপুরা রায় লেনে সিপিএমের এরিয়া কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙা হয় চেয়ার-টেবিল। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী দলবল নিয়ে চড়াও হয়ে সিপিএম কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। রাতেই পার্টি অফিসে আসেন হাওড়া লোকসভার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল হামলা-যোগ অস্বীকার করেছে। 

আজ লোকসভা ভোটের পঞ্চম দফা। পঞ্চম দফায় রাজ্যে ৩ জেলার ৭ লোকসভা কেন্দ্রে ভোট। আজ বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুরে নির্বাচন। আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট। মোতায়েন ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রেকর্ড সংখ্যক QRT। ব্যারাকপুর: ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫১ QRT। 

রাজ্যের ৭ আসনের পাশাপাশি দেশজুড়ে মোট ৪৯টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট রয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায়। পঞ্চম দফায় ভোটগ্রহণ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের একটি করে লোকসভা আসনেও। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram