Loksabha Election 2024: ভোটে বিজেপির হয়ে কথা বলার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস কার্তিক মহারাজের | ABP Ananda LIVE

Continues below advertisement

ভোটে বিজেপির হয়ে কথা বলার অভিযোগ। মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ। 'মমতার মন্তব্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্মানহানি হয়েছে। বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে', ৪ দিনের মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কার্তিক মহারাজের। 

ভোট শুরুর ২ ঘণ্টার মধ্যেই কমিশনে ৪৭১টি অভিযোগ জমা। তৃণমূলের তরফে ৩০টি, সিপিএমের ২৫টি ও বিজেপি ২২টি অভিযোগ দায়ের করেছে। গয়েশপুরে বিজেপি নেতার উপর হামলায় রিপোর্ট তলব কমিশনের। লিলুয়ায় প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। 

ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাইকুলের ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠল পোলিং এজেন্টদের বিরুদ্ধে। ফলে ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এই বুথে ভোটগ্রহণ শুরু হয়নি। কাঁদো কাঁদো মুখে, করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থীর কাছে অভিযোগ জানালেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। ঘটনাস্থলে এলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এই ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram