Election 2024: 'মোদি প্রচারে এসে কেন সত্তোরোর্ধ্বদের আয়ুষ্মান ভারতে চিকিৎসার কথা বলেছেন?' প্রশ্ন মমতার

Continues below advertisement

West Bengal News: 'বিজেপি (BJP) যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে, সেই কাজ করেনি'। 'বিজেপি বলেছিল প্রত্যেককে ১৫ লক্ষ টাকা করে দেবে, কেউ পায়নি'। 'ওটা ছিল মোদির ভাঁওতা'। 'বিজেপি বলেছিল, বছরে ২ কোটি ছেলেমেয়ের চাকরি দেবে, কেউ পায়নি'। 'চাকরি দেওয়ার নামেও ভাঁওতা দিয়েছে বিজেপি'। 'প্রচারবাবু নিজের প্রচার ছাড়া কিছু চান না'। 'মোদি ভোটপ্রচারে এসে কেন সত্তোরোর্ধ্বদের আয়ুষ্মান ভারতে চিকিৎসার কথা বলেছেন?''নির্বাচনী বিধিভঙ্গ করছেন মোদিবাবু, নির্বাচন কমিশন কিছু বলছে না', 'মোদিবাবুর কলের পুতুল হয়ে বসে আছে নির্বাচন কমিশন', '৩ মাস ধরে ভোট করাচ্ছে, উন্নয়নের কাজ সব থমকে আছে'। 'কে কী খাবে, সেটাও ঠিক করে দিচ্ছেন মোদিবাবু', 'মোদি গ্যারান্টি মানে 420'। 'এনআরসি, সিএএ করে অধিকার কাড়তে চাইছে বিজেপি'। 'ইতিহাস, ভূগোল বদলে দেওয়া হচ্ছে'। 'শুধু বাংলা নয়, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান সহ সব জায়গায় হারছে বিজেপি'। 'জেতার অঙ্ক নেই, এখন হারার অঙ্ক'। 'সন্দেশখালিতে চক্রান্ত করে মা-বোনেদের অসম্মান করছে বিজেপি'। 'যেভাবে হোক জিততে চাইছে বিজেপি'। 'চোর-ডাকাতদের বিজেপি ওয়াশিং মেশিনে ঢুকিয়েছে'। '৪ দফা ভোটে বিজেপি হারছে, বাকি ৩ দফাতেও সম্ভাবনা নেই'। 'বিজেপি বলেছিল এইবার ৪০০ পার, মানুষ বলছে এবার হবে পগারপার'। 'ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করে সরকার গড়ব'। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram