LokSabha Election 2024: কলকাতা উত্তরে এই মুহূর্তে এগিয়ে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আগামী পাঁচ বছর দিল্লির মসনদে বসতে চলেছে কোন দল? বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের ক'টি কার দখলে যাবে? তা জানা যাবে এবার। মসনদে কে? তৃতীয়বার মোদি সরকার? নাকি ইন্ডিয়া জোটের বাজিমাত? বাংলার বিয়াল্লিশের মধ্যে কার ঝুলিতে কটা? কার মঙ্গল হবে মঙ্গলে, দিল্লি যাবে কার দখলে? এই বঙ্গের বিয়াল্লিশে, জনমত যাবে কোথায় মিশে? আসছে কারা, কারাই বা যায়? গণনাকেন্দ্র থেকে প্রতিমুহূর্তের আপডেট, সবার আগে আপনাদের সামনে।
পশ্চিমবঙ্গে গতবারের থেকেও ভাল ফল করার পথে তৃণমূল। আগেরবারের জেতা বালুরঘাট, কোচবিহার, রায়গঞ্জ, হুগলি, বাঁকুড়া, আসানসোলে পিছিয়ে বিজেপি। বিজেপি এগিয়ে ১০টি আসনে। তৃণমূল এগিয়ে ৩১টি আসনে। কংগ্রেস এগিয়ে ১টি আসনে, হাতখালি বামেদের। ভোটের ফল ঘোষণার আগেই বসিরহাটে সেলিব্রশন তৃণমূলের, উড়ল সবুজ আবির। অন্য়দিকে কালীঘাটেও উড়ল সবুজ আবির, সেলিব্রেশন শুরু তৃণমূল কর্মী সমর্থকদের।