Voter Hawa: ২৫ মে ভোটের আগে কী ভাবছে পুরুলিয়া? পঞ্চমুখী লড়াইয়ে কোন দিকে জঙ্গলমহলের মন? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ২৫ মে ভোটের আগে কী ভাবছে পুরুলিয়া? পঞ্চমুখী লড়াইয়ে কোন দিকে জঙ্গলমহলের মন? কার ভোট কাটবে কে? 

আরও খবর..

হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রীর জেলমুক্তি। দমদম জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস

সন্দেশখালিতে পয়সার খেলা। আন্দোলন থেকে সরে আসতে ২০ লক্ষ টাকা টোপ তৃণমূল নেতার। জেলমুক্তির পর এবিপি আনন্দে এসে বিস্ফোরক অভিযোগ মাম্পির। অস্বীকার দিলীপ মল্লিকের

কাঠফাটা গরমে জলে ভাসছে রাস্তা। এই ছবি কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার। বৈশালী মোড় থেকে পুলিন খটিক রোড পর্যন্ত নর্দমার জলে রাস্তা থই-থই করছে। নোংরা জলে ডুবে গিয়েছে পানীয় জলের কল। পুলিন খটিক রোডে যান চলাচও বন্ধ করে দেওয়া হয়েছে। ২ দিন ধরে পাম্প চালিয়েও জল নামেনি বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা। ভরা গ্রীষ্মে নর্দমার জলে নাজেহাল ট্যাংরার এই এলাকার বাসিন্দারা। কাউন্সিলরের দাবি, হাইড্রেনে নিকাশির সমস্যায় এই বিপত্তি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram