Mamata Banerjee: 'কেন্দ্র না দিলে, ডিসেম্বরেই আবাসের টাকা রাজ্য দেবে', ঘোষণা মমতার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'প্রশাসন আরও সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি ৩-৪টি আসন'। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি মুখ্যমন্ত্রীর । ভোটের মুখে সরকারি আধিকারিকদের বদলি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী । প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব মুখ্যমন্ত্রী । 'কেন্দ্র না দিলে, ডিসেম্বরেই আবাসের টাকা রাজ্য দেবে'। জেলা স্তর থেকে আবাসে তালিকা যাচাই করার নির্দেশ মমতার ।  পুলিশের একাংশের ভূমিকাতেও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ। অনেক অফিসার দু-কূল বাঁচিয়ে চলছেন বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর।

কসবায় ২ তৃণমূল কাউন্সিলরের সংঘাতেও অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। পুলিশকে বলেছি এসব বরদাস্ত করা হবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে দফায় দফায় অশান্ত কসবা । তৃণমূলের ২ কাউন্সিলর ঘনিষ্ঠদের সংঘর্ষ, গুলি-বোমায় অশান্ত কসবা। পুলিশকে কড়া হাতে পদক্ষেপ নিতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের: সূত্র।  অন্যদিকে, ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনে তৃণমূলের মিছিল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠকে ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ভর্ৎসনা নেত্রীর। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন আবাসনে গিয়ে ক্ষমা চাইতে নির্দেশ মুখ্যমন্ত্রীর । ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে তৃণমূলের অটো-বাইক মিছিল। ডিজে বাজিয়ে ৩টি বহুতলে কয়েকশো বাইক-অটো নিয়ে তৃণমূলের মিছিল । 'শান্তি কে আছে, কেন এরকম হবে?' নবান্নে মানিকতলা নিয়ে বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়: সূত্র-- নবান্নে নেত্রীর সঙ্গে বৈঠকে হাজির মানিকতলা বিধানসভা কেন্দ্রের ৬ কাউন্সিলর । নবান্নের বৈঠকে হাজির ডেপুটি মেয়র অতীন ঘোষ, কাউন্সিলর অমল চক্রবর্তী। নবান্নের বৈঠকে হাজির কুণাল ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram