Loksabha Election 2024: বাঁকড়ায় বুথে সিপিএম-এর এজেন্টকে বসতে বাধার অভিযোগ, ঘটনাস্থলে CPM প্রার্থী দীপ্সিতা ধর | ABP Ananda LIVE
শ্রীরামপুরের বাঁকড়ায় বুথে সিপিএম-এর এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে গেলেন, এজেন্টকে বসিয়ে এলেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। '২০৩ নম্বর বুথেক এজেন্টকে বাড়ি থেকেই বেরোতে দেওয়া হয়নি, তার আগেই আটকে দেওয়া হয়। ভোট দিতে গেলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়', অভিযোগ দীপ্সিতার।
অন্যদিকে হাওড়ার পাঁচলায় সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুর। ঘটনাস্থলে সিপিএম প্রার্থী। আমডাঙায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। তাড়া খেয়ে পাটখেত পালাল দুষ্কৃতীরা। পৌঁছেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী।
শ্লীলতাহানির অভিযোগে সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে। লিলুয়ার ১৭৬ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরাল কমিশন। সকালে এই প্রিসাইডিং অফিসারই এজেন্টদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। দীর্ঘক্ষণ বন্ধ ছিল ১৭৬ নম্বর বুথের ভোটগ্রহণ।
উলুবেড়িয়ার পর হুগলির জাঙ্গিপাড়া। আরও এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ঘরে ঢুকে মহিলার শ্লীলতাহানির অভিযোগ আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে। ল্যাম্প পোস্টে বেঁধে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে বেধড়ক মার। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।