Loksabha Election 2024: গয়েশপুরে আহত নেতা, কর্মীকে দেখতে হাসপাতালে গেলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর | ABP Ananda LIVE
কল্যাণীর গয়েশপুরে বিজেপির শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস ও এক বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। তার প্রতিবাদ করায় হামলা। কল্যাণী থানার পুলিশ আহত বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। আহত নেতা, কর্মীকে দেখতে কল্যাণী এইমস হাসপাতালে গেলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ে ১১৪ ও ১১৫ নম্বর বুথের ঘটনা। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ বনগাঁর তৃণমূল প্রার্থীর।
ভোট শুরুর পর বনগাঁ লোকসভার স্বরূপনগরে বাংলাদেশ সীমান্ত লাগোয়া বুথে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। মাথা ফাটল এক মহিলা-সহ চার বিজেপি কর্মীর। স্বরূপনগরের নবাদকাটি এলাকার ১২৭ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, বিজেপি করার জন্য বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূলের লোকজন। অভিযোগ অস্বীকার শাসকদলের।