Loksabha Election 2024: 'আমাদের দিদি উন্নয়ন করেছেন', গণনার ট্রেন্ডে উচ্ছ্বসিত তৃণমূলের মহিলা কর্মীসমর্থকেরা | ABP Ananda LIVE
'আমাদের দিদি এখানে এত কাজ করেছেন। উন্নয়ন করেছেন। দিদি অনেক কাজ করেছেন আমাদের মা-বোনেদের জন্য,' তৃণমূলের ফলাফলে উচ্ছ্বসিত তৃণমূলের মহিলা কর্মীরা। কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীপ ভাণ্ডার ইত্যাদি প্রকল্পের কথা উঠে এল তাঁদের মুখে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী বঙ্গে তৃণমূল এগিয়ে ৩০টি আসনে। বিজেপি এগিয়ে ১১টি আসনে, কংগ্রেস এগিয়ে ১টি আসনে। খাতা খুলতে পারেনি বামেরা।
৪০০ পারের স্লোগান দিয়েও ৩০০-র আগেই আটকে যেতে পারে এনডিএ। একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বিজেপি। দেশে বিজেপি একক ভাবে এগিয়ে ২৪১ আসনে। এনডিএ জোট এগিয়ে ২৯৯ আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে ২২৬ আসনে। কংগ্রেস একক ভাবে এগিয়ে ৯৯ আসনে। চূড়ান্ত ফল ঘোষণার পর ৩ বিরোধী নেতার সঙ্গে কথা বলতে পারে কংগ্রেস। চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমার ও নবীন পট্টনায়েকের সঙ্গে আলোচনা চায় কংগ্রেস, খবর সূত্রের। অমেঠি থেকে লক্ষাধিক ভোটে পিছিয়ে স্মৃতি ইরানি।