Lok Sabha Election 2024: লোকসভা ভোটের মাঝেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। ABP Ananda Live
BJP News: লোকসভা (Lok Sabha Election 2024) ভোটের মাঝেই ময়নার বাকচায় বিজেপি (BJP) কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে পানের বরোজের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, বুধবার থেকে নিখোঁজ ছিলেন গোড়ামহল গ্রামের বাসিন্দা ২২ বছরের দীনবন্ধু মিদ্যা। গতকাল ময়না থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর গভীর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে পানের বরোজের ওই বিজেপি কর্মীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ২৫ মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অপহরণ করে খুনের অভিযোগ তুলেছে বিজেপি। ABP Ananda live