LokSabha Election Result:হারের দায় নিয়ে পদত্যাগ করলেন নন্দীগ্রাম ২ব্লকের যুব তৃণমূল সভাপতি রবীন জানা

Continues below advertisement

ABP Ananda LIVE: লোকসভা ভোটে(loksabha election) তমলুক (Tamluk)কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)। নন্দীগ্রাম (Nandigram)বিধানসভায় বিজেপির লিড ৮,২২৭ ভোটের। হারের দায় নিয়ে পদত্যাগ করলেন নন্দীগ্রাম ২ ব্লকের যুব তৃণমূল সভাপতি রবীন জানা। আগামী দিনে দলকে ঝাড়াই বাছাই করা হোক, দাবি পদত্যাগী ব্লক যুব তৃণমূল সভাপতির। ও যথেষ্ট পরিশ্রম করেছে, পদত্যাগ করতে হলে অন্য নেতারা করুক, মন্তব্য শেখ সুফিয়ানের। অনেক তৃণমূল নেতাই যোগাযোগ রেখেছে, কী হয় দেখতে থাকুন, দাবি বিজেপির।

৪ দিনের মাথায় ফের অগ্নিকাণ্ড কলকাতায় (Kasba Acropolis Fire Break Out)। কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন। অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলে আগুন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা বিল্ডিং। ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন। অক্সিজেন মাস্ক পরে ভিতরে ছুটলেন দমকল কর্মীরা। ভিতরে থাকা সবাইকে বের করে নেওয়া হয়েছে বলে খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram