Madras HC slams ECI: 'নির্বাচন কমিশন দায়িত্ব এড়াতে পারে না, মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি', মত মমতার

Continues below advertisement

করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কমিশনকে তুলোধনা মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court)। আদালত বলেছে, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশনই। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত’। এপ্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "আমি মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। মাদ্রাজ হাইকোর্ট খুব পরিষ্কারভাবে বলেছে যে নির্বাচন কমিশন তার দায়িত্ব এড়াতে পারে না। আমরা বারবার বলেছিলাম, বাংলাতে ৮ দফা নির্বাচন না করতে। আমরা না হয় প্রচার বন্ধ করে দিলাম, কিন্তু বিজেপি তো প্রচার করছে, টেলিভিশন খুললেই ওদের প্রচার। আমাদের তো অত পয়সা নেই, তাই ভার্চুয়ালি প্রচার করছি। বারবার বলেছিলাম একসঙ্গে নির্বাচন করার জন্য কিন্তু নির্বাচন কমিশন তা শুনল না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram