Madras HC slams ECI: 'এমন রায় যদি আমাদের সাতটা দিন বাঁচাতে পারে তবে আমরা বেঁচে যাব, রায়কে আমি স্বাগত জানাচ্ছি', করোনা নিয়ে মাদ্রাজ হাইকোর্টের রায় প্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার

Continues below advertisement

মাদ্রাজ হাইকোর্ট আজ তুলোধনা করল নির্বাচন কমিশনকে। যেখানে বলা হয়েছে, "করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী নির্বাচন কমিশন। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত। সঠিক পদক্ষেপ না নিলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেব।" হুঁশিয়ারি মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির সঞ্জীব বন্দ্য়োপাধ্যায়ের। "ভোটের প্রচার যখন চলছিল, তখন আপনারা কি অন্য় গ্রহে ছিলেন? আদালতের নির্দেশ সত্ত্বেও কোভিড প্রোটোকল নিশ্চিত করতে পারেনি কমিশন। গণনার দিন কোভিড প্রোটোকল মানা নিয়ে কী ভাবছে কমিশন? ৩০ এপ্রিলের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে হবে কমিশনকে। নির্বাচন কমিশনকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের। এ প্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, "সাধারণ একজন নাগরিক হিসেবে কোনও সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে পারি না। কিন্তু একজন চিকিৎসক এবং একজন নাগরিক হিসেবে আমার সমর্থন সব সময় সঞ্জীববাবুর দিকেই যাচ্ছে। এই সময় এমন রায় যদি আমাদের সাতটা দিন বাঁচাতে পারে তবে আমরা বেঁচে যাব। এখন যেন গুরুত্ব হিসেবে একটি বিষয়ের উপরই নজর দেওয়া হয়। তা হল স্বাস্থ্য। এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram