Mahayuddha: 'যাঁরা দুর্নীতি, চুরি করেন তাঁদের সামনে ঢাল হয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী', বললেন অঞ্জনা বসু
Continues below advertisement
ABP Ananda LIVE: 'সন্দেশখালির (sandeshkhali)ঘটনা ভারতবর্ষের ইতিহাসে ঘৃণ্য, ভয়ানক অধ্যায় হিসেবে থেকে যাবে । মুখ্যমন্ত্রীর (mamata banerjee)অবশ্য একটা আগ্রহ থাকে যাঁরা দুর্নীতি, চুরি করেন তাঁদের সামনে ঢাল হয়ে দাঁড়ানোর, তাঁদের মাথায় ছাতা ধরবার। সন্দেশখালির ক্ষেত্রেও তিনি একই জিনিস করেছেন। মুখ্যমন্ত্রীর এই অভ্যেস বন্ধ করা উচিত কারণ পক্ষান্তরে কিন্তু এইগুলো করে ওনার দলীয় কর্মীদেরকে সন্ত্রাস করবার জন্য প্রশ্রয় দিচ্ছেন এবং বলছেন তোমরা ভোটের(lok sabha election) আগে যেকোনও দুর্নীতি করতে পারো। তার ফলস্বরূপ ঠিক তিনমাসের মধ্যে এনআইএ-র ওপর হামলা', বললেন অঞ্জনা বসু(Anjana Basu)।
Continues below advertisement